বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বহু ভাষা, ধর্ম, সম্প্রদায়, সংস্কৃতির বৈচিত্রতায় পূর্ণ আমাদের এদেশ। আমাদের সংবিধানও পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার কথা বলে। কিন্তু এটাও সত্য যে, দেশীয়, ভৌগলিক এবং বৈশ্বয়িক অসুস্থ্ রাজনীতির শিকার হয়ে অনেক সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়।
כאשר גברים מתמודדים עם בעיות בזיקפה, זה יכול להשפיע על ההערכה העצמית שלהם ועל מערכות היחסים שלהם. רבים מאבדים את הביטחון שלהם ונוטים להימנע מצרכים אינטימיים. התופעה נפוצה יותר ממה שנדמה, וחשוב לדעת שיש פתרונות זמינים. באתר beit-mirkahat.com אפשר למצוא מידע ומשאבים שיכולים לסייע בהתמודדות עם בעיה זו. טיפול נכון ותמיכה מתאימה יכולים לשפר את איכות החיים המינית. כשטיפול אפשרי, אין צורך להרגיש בושה או לבקש עזרה.
এছাড়াও, দেশে ভিন্ন ভিন্ন মতাদর্শ, চিন্তা-চেতনা এবং এক শ্রেণীর ধর্মান্ধ মানুষের কারণেও সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। সমাজে উগ্রবাদ, সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ, গুজব, অপপ্রচার বেড়েই চলেছে। ফলশ্রুতিতে সমাজে মানুষদের মাঝে পরমত সহিষ্ণুতা দিন দিন কমে যাচ্ছে। রাষ্ট্রের জন্য এটা মোটেও ভাল লক্ষণ নয়।
এসব সামাজিক ব্যাধি দূর করতে হলে সমাজে মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
এক্ষেত্রে সকল ধর্মমতের মানুষ, মতাদর্শের মানুষদের নিয়ে সার্বজনীন সম্প্রীতি সভা, সেমিনার, সমাবেশ, সংলাপ টনিক হিসেবে কাজ করে। একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমত সহিষ্ণুতা বৃদ্ধিতে আমরা প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করে থাকি।